Go to content Go to menu
 


সিলেট জেলার ভৌগলিক প্রোফাইল

সিলেট জেলার ভৌগলিক প্রোফাইল

ভৌগলিক  অবস্থানঃ ২৪ ৩৬’-২৫১১’ উত্তর অক্ষাংশ হতে ৯১ ৩৮’-৯২৩০’

পূর্ব দ্রাঘিমাংশ।

signbotx.gif

আয়তন ৩,৪৯০.৪০ বর্গ কিমি বা ১৩৪৭.৬৫ বর্গ মাইল।

উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ সেঃ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ সেঃ।

বার্ষিক মোট বৃষ্টিপাত ৩৩৩৪ মিঃ মিঃ।

সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা (৩৫০ কিঃ মিঃ), অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা। এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া বিল (১২.৬৫ বর্গ কিমি), চাতলা বিল (১১.৮৬ বর্গ কিমি) উল্লেখযোগ্য।

সিলেটে সর্বমোট রিজার্ভ ফরেষ্ট ২৩৬.৪২ বর্গ কিমি। জেলার উওর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়ের অংশ বিশেষ বিদ্যমান।

সিলেটে বেশ কিছু ছোট ছোট পাহাড় ও টিলা রয়েছে, যার মধ্যে জৈন্তাপুর টিলা (৫৪ মিটার), শারি টিলা (৯২ মি), লালাখাল টিলা (১৩৫ মি), ঢাকা দক্ষিণের টিলা শ্রেনী (৭৭.৭ মি) উল্লেখযোগ্য।


View Larger Map


View Larger Map

 

Preview of picture in folder RUMENAHMED